আশাশু‌নির শ্রীউলাতে দুই শতা‌ধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক ::  আশাশুনি উপ‌জেলার শ্রীউলাতে দুই শতা‌ধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে  ” অসহায়‌ত্বের খোঁ‌জে, মনুষ‌্যত্বের পা‌শে” স্লোগান‌কে সাম‌নে রে‌খে ১২ অ‌ক্টোবর দুপু‌রে মধ্যাহ্নভোজ এর আয়োজন ক‌রেন জেলার অন‌্যতম প্রবীণ স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা ।

উক্ত মধ‌্যাহ্ন‌ভোজ অনুষ্ঠান‌টি আলা-আমি‌নের দিক‌নি‌র্দেশনায় সংগঠ‌নের নির্বাহী প‌রিচালক প্রতিষ্ঠান‌টির পক্ষ হ‌তে সক‌লের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন। মধ‌্যাহ্ন‌ভোজ শেষ মো‌মেনা বেগম জানান ” আমার সা‌থে থা‌কে অসহায় না‌তি অ‌নেক‌দিন ধ‌রে গোস্ত কেনার কথা বল‌ছে পার‌ছিলাম না , আজ ভাইরা আমার আর না‌তির নেমতন্ন ক‌রে পেট ভ‌রে গরুর আর খা‌সির গোস্ত দি‌য়ে ভাত খাওয়া‌ছে আমি অ‌নেক খুশি ভাইদের জন‌্য দোয়া ক‌রি” ।

অন‌্যান‌্যদের  মধ্যে  উপ‌স্থিত ছি‌লেন তা‌হের, দে‌লোয়ার, ফুয়াদ, আরিফ, হা‌সিব, মইনুর, হা‌বিব, নজরুল, আশিক , নুরুল আমিন, সে‌লিম সহ প্রমুখ।

মহাইমিনুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে রোকনুজ্জামা‌নের প‌রিচালনায় সমগ্র মধ্যাহ্নভোজ কার্যক্রমের ব‌্যবস্থাপনায় ছি‌লেন মোস্তা‌ফিজুর রহমান।  প্রতিষ্ঠান‌টির উপ‌দেষ্টা মন্ডলীর সদস‌্য আমিনূল ইসলাম ব্লু , আতাউল্লাহ চৌধূরী, জিতু চৌধূরী, আবুল হো‌সেন উপ‌স্থিত থে‌কে সমগ্র কার্যক্রম‌টির তত্ত্বাবধায়ন ক‌রেন।

https://www.satkhiranews.com/5861/

https://patradoot.net/2024/10/14/544402.html

https://ournewsbd.net/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87/

https://kalaroanews.com/%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%B8/

https://bartomansatkhira.com/?p=1652

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *